রোনাল্ডোর পর মেসিকেও দেখা যাবে সৌদি আরবের লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রোনাল্ডোর মতোই সৌদি আরবের পথে হাটতে চলেছেন লিওনেল মেসি! এমনই এক চাঞ্চল্যকর খবরে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইটালির এক সংবাদপত্র। তাদের দাবী অনুযায়ী সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে মেসি ইতিমধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অদূর ভবিষ্যতেই সৌদি আরবে দেখা যাবে সদ্য বিশ্বজয়ী মেসিকে।
সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল মেসির জার্সি বিক্রী শুরু করে দেয়। আর এখান থেকেই প্রথম জল্পনার শূরু।
বর্তমানে ইটালির সংবাদ পত্র 'কালকিওমেরকাটো' জানিয়েছে, আল হিলাল ক্লাব মেসির সাথে এক চুক্তিতে পৌঁছান, যেখানে বিশাল পরিমাণ অর্থের বিনিময় ভবিষ্যতে আল হিলাল ক্লাবে যোগ দেবেন মেসি। ইটালির এই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই চুক্তির অর্থের পরিমাণ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ হতে চলেছে।
এই সংবাদ মাধ্যম এর আগেও রিপোর্ট করেছিল যে আল নাসেরের সবচেয়ে বড় প্রতিপক্ষ লিওনেল মেসিকে নিজেদের দলে আনার জন্য সব রকম চেষ্টা করছে।
কুয়েতের প্রাক্তন মিনিস্টার অফ ইনফর্মেশন, ডাঃ সাদ বিন টাফেলা আল আজমি সম্প্রতি জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসের দলে যোগ দেওয়ার পর আল-হিলাল মেসিকে তাদের দলে আনার জন্য অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
তাহলে ফুটবল বিশ্ব আরও একবার দেখতে চলেছেন মেসি-রোনাল্ডো দ্বৈরথ? ক্রীড়া জগতের শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বীতা কি তাহলে শেষ হয়েও হচ্ছেনা শেষ? উত্তরের অপেক্ষায় থাকবে ফুটবল মহল