আরও একবছর বার্সাতেই থাকছেন মেসি!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কোথাও যাচ্ছেন না। বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। প্রত্যেকবারই মরশুমের শেষে তাঁর ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়। আর প্রত্যেকবারই তিনি কাতালান ক্লাবেই থেকে যান। এবারও তাই করলেন আর্জেন্টিনা স্টার। তিনি জানিয়ে দিয়েছেন ২০২১ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন তিনি। ২০১৭ সালে চার বছরের জন্য তাঁর চুক্তি বাড়ানো হয়। করা হয় ২০২১ পর্যন্ত।
তবে একবার জোর আলোচনা হয়েছিল ন্যু ক্যাম্প ছেড়ে ইটালির ক্লাব ইন্টার মিলানে যেতে পারেন ছ' বারের ব্যালন ডিওরের মালিক। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বার্সেলোনাতেই থাকছেন।
বার্সার সভাপতি জোসেপ ম্যারিয়া বার্তমেও রিপোর্টারদের বলেন, 'মেসি ঠিক করবে, ও কবে ফুটবল ছাড়বে। তবে ও চায়, বার্সেলোনা থেকেই অবসর নিতে।'
থমকে যাওয়া লা লিগা আবার শুরু হতে চলেছে চলতি মাসেই। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মেসি।