ইউরোপ নয়, মেক্সিকো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের কেরিয়ার শেষ করতে পারেন মেসি-রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান সময়ের ফুটবলে নিজেদের ক্যারিশ্মা দেখিয়ে চলেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই অভিজ্ঞ ফুটবলার আজও ফুটবল বিশ্বের সেরা হিসেবেই বিবেচিত। কিন্তু সময়ের সাথে সাথে বয়সও বাড়ছে মেসি (৩৩) ও রোনাল্ডোর (৩৬)। এই পরিস্থিতিতে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে এই দুই ফুটবলার কেরিয়ারের শেষ অবধি থাকবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।
এই পরিস্থিতিতে এবার জল্পনা বাড়ালেন লিগা এমএক্স এর প্রেসিডেন্ট মিকেল আরিওলা। তিনি জানিয়েছেন, লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসতে পারেন মেক্সিকোর লিগ লিগা এমএক্স কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ মেজর লিগ সকারে। গত কয়েক বছর ধরে প্রক্রিয়া চলছে লিগা এমএক্স এবং এমএলএস এর মধ্যে সংযুক্তিকরণ ঘটানো। আর সেটি হতে পারে আগামী ২০২৬ বিশ্বকাপে, যা আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
আর এই সংযুক্তিকরণের পরে এই দুই সর্বকালের সেরা ফুটবলারদের একজনকে নিজেদের লিগে আনা যেতে পারে, এমনই মনে করছেন আরিওলা। এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া মিডিয়া ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আরিওলা বলেছেন, “সংযুক্তিকরণ হলে আমরা পৃথিবীর অন্যতম সেরা লিগ হতে পারব। আর এর পরের পদক্ষেপ হবে মেসি বা রোনাল্ডোকে এখানে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার, হয়ত ওনাদের কেরিয়ারের শেষের দিকে।“
যদিও এই মুহুর্তে ইউরোপ ছাড়ার ভাবনায় নেই দুজনের কেউ, কিন্তু নিজেদের একাধিক সাক্ষাৎকারে দুজনেই প্রকাশ করেছেন উত্তর আমেরিকায় যাওয়ার। মেসি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভবিষ্যতে আমেরিকায় খেলতে ইচ্ছুক। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেতে চাইছে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি।