এই একটি শর্ত পূরণ হলেই বার্সিলোনায় যোগ দেবেন তারকা ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোচ হিসেবে রোনাল্ড কোয়েম্যানের আগমণের পর থেকে এফসি বার্সিলোনার র্যাডারে ছিলেন ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপে। ফ্রান্সের ক্লাব অলিম্পিকে লিয়ঁতে খেলা এই দুরন্ত ফরোয়ার্ডকে পেতে চলতি মরশুমের শুরু থেকে আগ্রহ দেখিয়েছিল বার্সা। আর এবার চুক্তি শেষ হওয়ার পর বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে ডিপের।
কিন্তু এবার এই যোগদানে এসেছে নয়া বাধা। গুঞ্জন এসেছে, চলতি মরশুম শেষে বার্সার কোচ থেকে বরখাস্ত করা হবে কোয়েম্যানকে। আর সেটি হলে বার্সায় যোগ দেবেন না ডিপে। স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, মেম্ফিস ডিপে তখনই বার্সিলোনায় যোগ দেবেন যদি রোনাল্ড কোয়েম্যান কোচ হিসেবে দায়িত্বে থাকেন।
এর আগে নেদারল্যান্ডের কোচ থাকাকালীন কোয়েম্যানের অধীনে খেলেছেন ডিপে, এবং সেই সূত্রে বেশ ভালো সম্পর্ক রয়েছে এই দুজনের। মূলত কোয়েম্যানের আবেদনেই নিজের বেতনের পরিমাণ কমিয়েই বার্সায় আসতে আগ্রহী হয়েছেন ডিপে। কিন্তু কোয়েম্যান যদি না থাকেন, তাহলে ডিপের আগমণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, জুভেন্টাসের একটি ভালো অফার রয়েছে ডিপের কাছে, যেখানে বার্সিলোনার তুলনায় আরও বেশি অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে এখন দেখার, বার্সিলোনা ম্যানেজমেন্ট এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়!