মদন মহারাজ এফসিকে সাফল্যে মোড়ার লক্ষ্যে অবিচল মেহতাব হোসেন

সাইফ : বুটজোড়া তুলে রেখেছিলেন আগেই। কিন্তু আবারও ময়দানে নামতে চলেছেন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন। মধ্যপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব তথা আইলিগ দ্বিতীয় ডিভিশনের ক্লাব মদন মহারাজে সই করেছেন মেহতাব।
শুধু খেলোয়াড় নন, ক্লাবের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করতে চলেছেন মেহতাব। মূলত ভারতীয় ফুটবলের ময়দানে মধ্যপ্রদেশকে নিয়ে আসাই লক্ষ্য মেহতাবের। এবার এই প্রত্যাবর্তন ও নয়া ভূমিকা নিয়ে এক্সট্রা টাইম বাংলাকে নিজের কথা জানালেন মেহতাব।
ফুটবলার হিসেবে ফিরে আসা নিয়ে মেহতাব বলছেন, "আমায় তো মেন্টর হিসেবে নিয়েছে, মেন্টর তারপর খেলোয়াড়। সুতরাং আমি এখন দলগঠন নিয়ে ভাবছি। টিম গোছানো হয়ে যাক, তারপর খেলা নিয়ে ভাবব।"
দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও ময়দানে নামবেন মেহতাব। কিন্তু এই ক্লাব নিয়ে কি ভাবছেন? এই নিয়ে বাঙালি ফুটবলার বলেছেন, "আমি আপাতত টিম গোছানো নিয়ে ভাবছি। আমি খেলি না খেলি, টিম যদি চ্যাম্পিয়ন হয়, আমার থেকে খুশি কেউ হবে না।"
ভারতীয় ফুটবলের ময়দানে কার্যত অপরিচিত মধ্যপ্রদেশের প্রথম পেশাদার ক্লাবে যোগ দিলেন মেহতাব। কি দায়িত্ব রয়েছে এখানে এই অভিজ্ঞ মিডফিল্ডারের, সে নিয়ে তিনি বলেন, "এটা একটা বড় চ্যালেঞ্জ। খুবই বড় চ্যালেঞ্জ।"
সব মিলিয়ে, মেহতাবের ফুটবল কেরিয়ারে এ যেন এক নয়া মোড়, নয়া চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে ভারতীয় ফুটবল সার্কিটে সাফল্যের সাথে খেলা মেহতাব এবার মধ্যপ্রদেশের এই ক্লাবকে সাফল্যের পথে আনবেন? ভবিষ্যৎ তার উত্তর দেবে।