প্রত্যাবর্তন! ফের ময়দান দাঁপাতে এবার খেলোয়াড়-মেন্টর হিসেবে এই ক্লাবে সই করলেন মেহতাব হোসেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলের এক সময়ের মিডফিল্ড জেনারেল, অফুরন্ত খেলার জন্য সিলিন্ডার হিসেবে পরিচিত মেহতাব হোসেনের মত মিডফিল্ডার ভারতীয় ফুটবলে খুব কম এসেছে। দীর্ঘ সময় ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেলেও ২০১৯ সালে অবসর নেন মোহনবাগানের হয়ে।
কিন্তু আবারও ময়দানে নামতে চলেছেন মেহতাব। অবসর ভেঙে এবার আইলিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব মদন মহারাজ ক্লাবে যোগ দিলেন মেহতাব। আসন্ন দ্বিতীয় ডিভিশনে এই ক্লাবের খেলোয়াড় হওয়ার পাশাপাশি মেন্টরের ভূমিকাও পালন করবেন মেহতাব। দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার ভান্ডার তিনি তুলে ধরবেন মদন মহারাজের ফুটবলারদের জন্য।
ভারতীয় ফুটবলে কার্যত অপরিচিত মধ্যপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব হল এই মদন মহারাজ এফসি। চলতি বছরেই এই ক্লাবের উন্মোচন হয়। সদ্য মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় এই ক্লাব, এবং এবারের আইলিগের যোগ্যতা অর্জন পর্বের জন্য রাজ্যের অ্যাসোসিয়েশন দ্বারা মনোনীত হয় এই ক্লাব।