ক্লাব ছাড়তে চান এমবাপ্পে! চাঞ্চল্যকর তথ্য দিলেন পিএসজি ডিরেক্টর, চরম বার্তা দিলেন রিয়ালকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো স্বীকার করেছেন এমবাপ্পে ক্লাব ছাড়তে ইচ্ছুক। এটি পিএসজির সাথে তার চুক্তির শেষ বছর। ফরাসি তারকা স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহী। সোমবার, রিয়াল মাদ্রিদ তাকে প্রায় ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। ফুটবলার বলেছেন যে পিএসজি মঙ্গলবার রাতে এই প্রস্তাব খারিজ করেছে।
লিওনার্দো আরএমসি স্পোর্টস এর সাথে কথা বলার সময় বলেন, “এমবাপ্পে ক্লাব ছাড়তে চায়, এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদ যে প্রস্তাব দিয়েছে সেটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা ট্রান্সফর উইন্ডোর শেষ সপ্তাহে কোন পরিবর্তন করবো না। যদি সে একান্তই যেতে চায় তাহলে আমরা তাকে আটকাবো না কিন্তু সবকিছু আমাদের শর্ত মতো হতে হবে তবেই।"
তিনি আরও বলেন, "আমি ঠিক ট্রান্সফারের অর্থ সম্পর্কে এখনো ঠিকঠাক জানিনা কিন্তু সেটা আমাদের চাহিদার থেকে কম এটা পরিষ্কার।" তিনি এও বলেন, "রিয়াল মাদ্রিদ যেভাবে এটা করেছে তা আমাদের অসন্তুষ্ট করেছে। রিয়াল দুই বছর ধরে এইরকম আচরণ করেছে। এটি ভুল। এমনকি অবৈধভাবে তারা খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়।"
তিনি এরপর বলেন, "আমরা কিলিয়ান এর সাথে কথা বলেছি। কিলিয়ান বরাবরই প্রতিশ্রুতি দিয়েছে সে বিনামূল্যে ক্লাব ছাড়বে না। আমরা রিয়ালের সাথে আবার কথা বলার আশা করি না। আমাদের জন্য, এটা স্পষ্ট আমরা তাকে রাখতে চাই এবং তার চুক্তি বাড়াতে চাই। কিন্তু আমরা মোনাকোর কাছ থেকে যে পরিমাণ অর্থ দিয়ে কিলিয়ানকে নিয়েছি তার সামান্যটুকুও আমরা ছাড়বো না যদি তাকে রিয়ালের কাছে ছাড়তে হয়।"
পিএসজির সাথে ২২ বছর বয়সী ফুটবলারের আগামী বছর অব্দি চুক্তি রয়েছে। তিনি ২০১৭ সালের আগস্ট ১৮ বছর বয়সে ক্লাবে যোগদান করেনএবং সেই সময় তার সাথে ক্লাবের চার বছরের চুক্তি হয়।