“নিজের দেশের ক্লাবে খেলতে ক্লান্তি বোধ করছি!”, পিএসজিতে থাকা নিয়ে মন্তব্য করলেন এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড়সড় জল্পনা তৈরি হয়েছে তারকা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়া নিয়ে। প্যারিস সেইন্ট জার্মেইন চুক্তিবৃদ্ধির জন্য যাবতীয় চেষ্টা চালালেও এখনও নয়া চুক্তিতে সই করেননি এমবাপ্পে। ২০২২ সালের জুন মাসে চুক্তি শেষ হচ্ছে ২২ বছরের এই তারকার। আর এর ফলে মরশুম শেষে এই দুর্ধর্ষ ফুটবলারকে তুলতে মরিয়া একাধিক ক্লাব।
কিন্তু আদৌ পিএসজি ছাড়বেন এমবাপ্পে? সে নিয়ে এবার বড় আপডেট দিলেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ১-০ জয়ের পর এমবাপ্পে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকরা পিএসজিতে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করলে এমবাপ্পে বলেন, “যদি চুক্তিতে সই হত, আমি এতদিনে সেই নিয়ে বলতে আসতাম। অবশ্যই, আমি এই নিয়ে কথা বলব যখন আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব।“
এরপর এমবাপ্পে জানান, মিডিয়ার তরফ থেকে এই সমালোচনার কারণে নিজের দেশের ক্লাবে খেলতে ক্লান্ত বোধ করছেন। অন্যান্য ফরাসি ফুটবলারদের তুলনায় মিডিয়া যেন তার উপরই বেশি ফোকাস করেন, কারণ তিনি ফ্রান্সের শীর্ষ লিগে খেলেন। এছাড়া তিনি জানিয়েছেন তিনি এমন একটি ক্লাবে খেলতে চান যেখানে তিনি খুশি ও স্থিতিশীল থাকতে পারবেন।
এই নিয়ে এমবাপ্পে বলেছেন, “অবশ্যই মিডিয়ার এই সমালোচনা ক্লান্তিকর হয়ে যায়, বিশেষ করে যখন আপনি এমন ক্লাবের হয়ে খেলেন যা আপনার দেশের এবং তারপর আপনি দেশের জন্য সর্বস্ব দিয়ে দেন। কিছু সময় পরে খুব ক্লান্তিকর হয়ে যায়।“
এরপর বাকি খেলোয়াড়দের পরিস্থিতি ও নিজের তুলনা করে এমবাপ্পে বলেছেন, “যেসব খেলোয়াড়রা বিদেশে খেলেন এবং কেবল জাতীয় দলের জন্য এখানে আসেন তাদের জন্য বিষয়টি আলাদা। আমি এখানে সর্বক্ষণ রয়েছি, ওরা আমার ব্যাপারে আরও বেশি কথা বলে। অন্যদের তুলনায় আমারটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, তবে আমি জানতাম এমনটা হবে যখন আমি প্যারিসের হয়েসই করি। দেখা যাক।“
আর শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিডিয়ার অনবরত চাপের বিষয়ে এমবাপ্পে বলেন, “অবশ্যই এটি বড় ভূমিকা রাখে, কিন্তু শুধু তাই নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যেখানে রয়েছেন সেখানে আপনি ভালো আছেন কিনা, আর প্রতিদিন মজা করতে হবে।“