পিএসজি ছাড়ার খবর শুনে অবাক এমবাপ্পে, জানুন কি বললেন তিনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই মুহুর্তে দলবদলের গুজবে প্রথম স্থানে যার নাম বারংবার উঠে আসছে তিনি হলেন ফ্রেঞ্চ বিশ্বকাপ বিজয়ী কিলিয়ান এমবাপ্পে। গত ট্রান্সফার উইন্ডোতে শোনা গেছিল এমবাপ্পে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে যোগদান করবে। কিন্তু শেষ মুহুর্তে তিনি রয়ে গেছিলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতেই। এরপর থেকেই মাঠে এবং মাঠের বাইরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সম্প্রতি গুজব রটে যে এমবাপ্পে পিএসজিতে খুশি নয়, তিনি আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে বেরোতে চান।
তবে যাকে নিয়ে এতো বিতর্ক, সেই এমবাপ্পে এতোদিন কোনো কথা না বললেও অবশেষে তিনি মুখ খুললেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি তাকে নিয়ে রটে যাওয়া গুজবকে সম্পূর্ণ রূপে নাকচ করেছেন। তিনি জানিয়েছেন তাঁর পিএসজি ছাড়ার কথা শুনে তিনি প্রথমে অবাক হয়ে গেছিলেন।
গতকাল লিগ ১-এ মার্সেইলির সাথে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, "আমি কখনই জানুয়ারি মাসে ক্লাব ছড়ার কথা জানাইনি।"
তিনি আরও জানান, "এই গুজবটি রটেছে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সাথে ম্যাচের দিন। আমি বিষয়টি বুঝিনি। এবং এই বিষয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমি জড়িত নই।"
সবশেষে এমবাপ্পে জানান, "অন্যান্য সকলের মতোই আমিও অবাক ছয়েছিল খবরটি পড়ে। মানুষ হয়তো ভাবছেন আমি জড়িত, কিন্তু আমি সত্যি জড়িত নই। আমি পিএসজিতে খুশি, আমি দল ছাড়ছি না।"