রিয়াল মাদ্রিদকে প্রত্যাখান করে জুভেন্টাসের দায়িত্ব নিতে চলেছেন মাসিমিলিয়ানো আলেগ্রি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে অব্যাহতির ইঙ্গিত দিয়েছিলেন জিনেদিন জিদান। আর সেই মত নয়া কোচের খোঁজে রিয়ালের চোখ ছিল তারকা ইতালীয় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির উপর। জোর জল্পনা ছিল, জিদানের বিদায়ে আলেগ্রিই হবেন নয়া রিয়ালের কোচ।
কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়ে পুরোনো ক্লাব জুভেন্টাসে ফিরে যেতে চলেছেন আলেগ্রি। স্কাই ইতালিয়ার রিপোর্ট অনুযায়ী, বর্তমান কোচ আন্দ্রে পিরলোকে বরখাস্ত করেছে জুভেন্টাস, এবং তারপরেই আলেগ্রির সাথে চুক্তি সই করেছে তুরিনের এই হেভিওয়েট ক্লাব। ফলে দুই বছর পর আবারও জুভেন্টাসের দায়িত্ব নিচ্ছেন আলেগ্রি।
চলতি মরশুম একেবারেই ভালো যায়নি জুভেন্টাসের। টানা নয় মরশুম সিরি আ জেতার পর এই বছর কোনওরকমে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করেছে জুভেন্টাস। কোচ আন্দ্র পিরলোর অধীনে একেবারেই ভালো ফুটবল খেলতে পারেনি জুভেন্টাস। যদিও কোপা ইতালিয়া জিতেছে জুভেন্টাস। কিন্তু পিরলোর পারফর্মেন্সে খুশি নয় জুভে ম্যানেজমেন্ট।
২০১৪ সালে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে টানা পাঁচটি মরশুম সিরি আ জিতেছেন আলেগ্রি। এছাড়া আলেগ্রির অধীনে চারবার কোপা ইতালিয়া কাপ জিতেছে জুভেন্টাস, আর দুইবার চ্যাম্পিয়নস লিগে রানার্স হয়েছে তারা। ফলে সেই সাফল্যকে আবারও ফিরিয়ে আনতে মরিয়া জুভেন্টাস।