আশাভঙ্গ ইস্টবেঙ্গল সমর্থকদের, ব্রিসবেন রোরে সই করলেন ম্যাটি স্টেইনম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা ছিলই, এবার তাতে শিলমোহর পড়ল। অস্ট্রেলিয়া এ লিগের দল ব্রিসবেন রোরে সই করলেন এসসি ইস্টবেঙ্গলের তারকা জার্মান মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান।
বুধবার ব্রিসবেন রোর নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে। আপাতত এক মরশুমের জন্য যোগ দিলেন স্টেইনম্যান। ২৬ বছরের এই তারকা মিডফিল্ডার শীঘ্রই যোগ দেবেন ব্রিসবেনের প্রাক মরশুমে।
ব্রিসবেন রোরে যোগ দিয়ে ম্যাটি স্টেইনম্যান বলেছেন, "আমার একটি ভালো মরশুম কেটেছে ওয়েলিংটনে, এ লিগে খেলা উপভোগ করেছি আমি। আমার সাথে কোচের খুব ভালো কথা হয়েছে, আর এর জেরে আমার পক্ষে সহজ হয়েছে ক্লাবে সই করতে পেরে। আমি উৎসাহিত ব্রিসবেনে উড়ে যাওয়ার জন্য, ছেলেদের সাথে অনুশীলন করে আবারও মাঠে নামতে মরিয়া রয়েছি। আমি এই দুর্দান্ত ক্লাবের সদস্য হতে চাই।"
এদিকে ব্রিসবেন রোরে তিনি সাক্ষাৎ পাবেন ইস্টবেঙ্গল সতীর্থ স্কট নেভিলের সাথে। এই নিয়ে স্টেইনম্যান বলেছেন, "আমি ভারতে থাকাকালীন ব্রিসবেনের বিষয়ে, ক্লাব ও শহরের বিষয়ে জেনেছি স্কট নেভিলের কাছে। আমি এখনও প্রতি সপ্তাহে যোগাযোগ রাখছি স্কটের সাথে এবং তিনি বলেছেন যে এখানে অনেক তরুণ খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের সর্বস্ব দিচ্ছে, আর এই ক্লাব আগামী দিনের জন্য শক্তিশালী দল তৈরি করছে।"
এর আগে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে এ লিগে খেলেছেন স্টেইনম্যান। শেষ মরশুমে ওয়েলিংটনকে ফাইনালে তুলেছিলেন স্টেইনম্যান। এসসি ইস্টবেঙ্গলে থাকাকালীন চার গোল ও তিন অ্যাসিস্ট করেছেন এই জার্মান মিডফিল্ডার।