রিপোর্ট : এসসি ইস্টবেঙ্গল ছাড়তে চাইছেন ম্যাটি স্টেইনম্যান এবং ব্রাইট এনোবাখারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে যখন অন্যান্য দল একের পর এক খেলোয়াড় সই করিয়ে চলেছে, তখন এসসি ইস্টবেঙ্গল থেকে ধীরে ধীরে খেলোয়াড়রা প্রস্থানের পথে পা বাড়াচ্ছে। সার্থক গোলুই, সৌরভ দাস, রাজু গায়কোয়াড় - এই তালিকা আরও দীর্ঘমেয়াদি। এবার এসসি ইস্টবেঙ্গল ছাড়তে চাইছেন গত মরশুমের ক্লাবের দুই সেরা বিদেশী পারফর্মার ম্যাটি স্টেইনম্যান ও ব্রাইট এনোবাখারে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার এ লিগে ফিরে যেতে চান ম্যাটি স্টেইনম্যান। এর আগে এক্সট্রা টাইম বাংলা আপনাদের জানিয়েছিল যে স্টেইনম্যান তার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সের সাথে কথা বলছেন। এবার সেখানেই ফিরে যেতে চান স্টেইনম্যান।
যদিও মরশুমের মাঝপথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল স্টেইনম্যানকে, তবে সেই চুক্তি ভেঙে ক্লাব ছাড়তে চাইছেন তিনি। এই নিয়ে ক্লাবের এক প্রতিনিধি জানিয়েছেন, স্টেইনম্যানকে রাখার যাবতীয় চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।
এদিকে গত মরশুমে সমর্থকদের নয়নের মণি ব্রাইট এনোবাখারেও ক্লাব ছাড়তে চাইছেন। এর আগে এসসি ইস্টবেঙ্গল দাবি করেছিল, ভারতে খেললে এখানেই খেলবেন নাইজেরীয় এই স্ট্রাইকার। কিন্তু এবার ব্রাইট ছেড়ে দিতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল। এমনটাই জানিয়েছেন ক্লাবের এক প্রতিনিধি।
যদিও এমনটাই আশা করেছিলেন সমর্থকরা। ক্লাবের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে সমর্থকরা একপ্রকার হতাশ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে ক্লাবের সেরা পারফর্মারদের এমন বিদায়ী অবস্থান অশনি সংকেত আরও বাজল লাল-হলুদ ব্রিগেডের জন্য।