জ্যাডন স্যাঞ্চো কি আসবেন ম্যানচেস্টার ইউনাইটেডে? মজার জবাব দিলেন মার্কাস র্যাশফোর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুম থেকেই ইংল্যান্ডের তরুণ উইঙ্গার জ্যাডন স্যাঞ্চোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের ১২০ মিলিয়ন ইউরোর দরের সাথে পেরে উঠতে পারেনি রেড ডেভিলসরা। এই পরিস্থিতিতে চলতি মরশুম শেষে আবারও স্যাঞ্চোর দিকে ঝাঁপাতে পারে ইউনাইটেড।
এই পরিস্থিতিতে স্যাঞ্চোর জাতীয় দলের সতীর্থ তথা ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মার্কাস র্যাশফোর্ড কি মনে করছেন এই নিয়ে? আদৌ কি স্যাঞ্চো রেড ডেভিলসে আসবেন? এই নিয়ে বেশ মজার জবাব দিলেন র্যাশফোর্ড।
টুইটারে প্রশ্নোত্তর পর্বে র্যাশফোর্ডকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, স্যাঞ্চোর সাথে খেলতে কি আপনি পছন্দ করবেন? তার জবাবে র্যাশফোর্ড স্পষ্ট লেখেন, “ইংল্যান্ডের হয়ে অবশ্যই।“ আর এর জেরে জল্পনা অব্যাহতই রইল।