সের্জিও বুসকেটসকে পেতে আগ্রহী মার্কিনী ক্লাবগুলি, তবে কি বার্সিলোনা অধ্যায়ের ইতি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইউরোয় দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে স্পেন। লুই এনরিকের অধীনে স্পেনের এই অসাধারণ পারফর্মেন্সের অন্যতম বড় কারণ হচ্ছে মিডফিল্ডার সের্জিও বুসকেটসের উপস্থিতি। এফসি বার্সিলোনার হয়ে গত মরশুমে হতাশাজনক পারফর্মেন্স করলেও চলতি ইউরোয় নিজেকে ফিরে পেয়েছেন বুসকেটস।
এবার যা খবর, তাতে বুসকেটসের আহামী গন্তব্যস্থল হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাস ধরে মেজর লিগ সকারের বেশ কিছু ক্লাব বুসকেটসকে প্রস্তাব দিয়েছে, এবং যা খবর, তাতে খুশিও হয়েছেন বুসকেটস।
কিন্তু ২০২৩ অবধি বার্সার সাথে চুক্তি রয়েছে বুসকেটসের। আর যা সম্ভাবনা, তাতে এফসি বার্সিলোনায় থাকতে চলেছেন ৩২ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ইতিমধ্যেই নিজের ঘনিষ্ট মহলে তিনি একথা জানিয়েছেন, এমনটাই জানা গিয়েছে।
তবে মেজর লিগ সকার ঘনিষ্ট বেশ কিছু সূত্র মারফত খবর এসেছে, হাল ছাড়তে রাজি নয় ক্লাবগুলি। প্রয়োজনে ২০২২ কিংবা ২০২৩ সালেও বুসকেটসকে প্রস্তাব দিতে মুখিয়ে রয়েছেন তারা। কেবল অপেক্ষায় রয়েছে যদি এফসি বার্সিলোনা বুসকেটসকে রিলিজ দিতে চায় কিনা।
বার্সায় নিউক্লিয়াস হিসেবে মেসির পরেই আসবেন সের্জিও বুসকেটস। মিডফিল্ডে অভিজ্ঞতার পাশাপাশি নিজের অসাধারণ প্রতিভাকে ফুটিয়ে তোলেন। যদিও বয়স হওয়ায় সেই আগের গতি এখন আর নেই, তবে অফুরন্ত খেলার জোর রয়েছে বুসকেটসের মধ্যে।