তিন বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে সই করলেন সাদিও মানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অ্যানফিল্ডে দুর্দান্ত সময় কাটানোর পর, এবার নতুন অভিযানে নামতে চলেছেন সাদিও মানে। জার্মান হেভিওয়েট বায়ার্ন মিউনিখে তিন বছরের চুক্তিতে সই করলেন সেনেগালের এই ফরোয়ার্ড।
বুধবার বায়ার্ন মিউনিখ নিজেদের সোশ্যাল মিডীয়ায় এই খবর প্রকাশ করে। ৪১ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বায়ার্নে সই করলেন মানে। এছাড়া বায়ার্নের হয়ে মানে নির্দিষ্ট সংখ্যক ম্যাচে নামলে অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো পাবে লিভারপুল। এবং ব্যক্তিগত ও দলগত সাফল্যের উপর ভিত্তি করে ৩ মিলিয়ন ইউরো পাবে লিভারপুল।
৩০ বছর বয়সী এই তারকা গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পরেই জানিয়ে দিয়েছিলেন, লিভারপুল ছাড়ছেন তিনি। আর সেই কারণে পরের বছর ফ্রি এজেন্ট হওয়ার থেকে ট্রান্সফার ফি দিয়েই বায়ার্নে মানেকে বিক্রি করল লিভারপুল।
জুরগেন ক্লপের অধীনে লিভারপুলের অসাধারণ সাফল্যের পিছনে বড় হাত রয়েছে মানের। ২৬৯টি ম্যাচে ১২০টি গোল করেছেন তিনি।