ব্রুনো ছাড়াই রবিবার লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রিমিয়ার লিগে আগামী রবিবার মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। তবে ইউনাইটেড দলের যে ভগ্নদশা অবস্থা এক অর্থে তাই বললেই চলে। স্বয়ং অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ চোটের কারণে খেলতে পারছেন না দলে। এছাড়াও দলে একাধিক চোট এবং সাসপেন্ড হওয়ার নজির দেখা যাচ্ছে। এই মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্স খুব ভালো নয়, বর্তমানে তারা ছয় নম্বর স্থানে রয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে গিয়েছে এরিক টেন হ্যাগের দল।
আরও পড়ুন- ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন না শামি
দলের ডিফেন্স লাইনেও রয়েছে চোটের নজির। ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, লুক শ খেলতে পারবেন না। চোটের নজির লিভারপুলের দলেও। তরুণ সেন্টার মিডফিল্ডার ম্যাক আলোস্টার চোটের কারণে খেলতে পারবেন না।
বাজে পারফরমেন্সের জন্য শুধু ভক্তদের থেকেও নয় কিংবদন্তিদের কাছ থেকেও সমালোচনা পাচ্ছে রেড ডেভিলসরা। প্রখ্যাত ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেছেন দলের মধ্যে কোন ব্যালেন্স নেই। এছাড়াও আরো কিংবদন্তিরা কটাক্ষ করেছেন দলকে। লিগ শীর্ষে থাকা লিভারপুলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কেমন খেলবে টেন হ্যাগের দল সেই প্রশ্নের উত্তরের অপেক্ষাতেই রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।