আগামী মরশুমের জন্য স্থায়ী ম্যানেজারের খোঁজে ম্যানচেস্টার ইউনাইটেড, দৌড়ে এগিয়ে তারকা কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুমের গুন্নার সোলকজায়ার এর শোচনীয় পারফমেন্সের জেরে মাঝপথেই রালফ রাংনিককে অন্তর্বর্তী ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়। এইবার এই জার্মান কোচকে দলের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চায় ম্যান ইউ। তাই সেই জায়গায় তাঁরা স্থায়ী ম্যানেজারের খোঁজে।
রেড ডেভিলের ম্যানেজার হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান পিএসজি কোচ পোচেত্তিনো ও আয়াক্স এর কোচ এরিক টেন হ্যাগ। কিন্তু সম্ভাব্য নাম হিসেবে পিএসজি কোচ অনেক এগিয়ে। যদিও এই বিষয় পোচেত্তিনোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন তিনি আপাতত পিএসজি এর ওপরই মনোনিবেশ করতে চান।
আশা করা যায় খুব বড় অঘটন না ঘটলে এই দুজনের মধ্যে একজন রেড ডেভিলের হট সিটে বসতে চলেছেন আগামী মরশুমেও। সেই ঘোষণা জানার জন্য সবাইকে এই মরশুমের শেষ অবধি অপেক্ষা করতেই হবে।