এফসি বার্সিলোনার এই ডিফেন্ডারকে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডিফেন্সগত দিক থেকে বেশ খারাপ জায়গায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাফায়েল ভারানের অন্তুর্ভুক্তি ও অধিনায়ক হ্যারি ম্যাগুইয়রের থাকা সত্ত্বেও গোল খাচ্ছে ইউনাইটেড। আর এই পরিস্থিতিতে ডিফেন্সে বড়সড় অন্তুর্ভুক্তি চাইছে রেড ডেভিলসরা।
এবার যা খবর, এফসি বার্সিলোনার তরুণ ডিফেন্ডার রাফায়েল আরাউজোকে পেতে আগ্রহী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ মিডিয়া 'স্পোর্ট' এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই আরাউজোর এজেন্টের সাথে প্রাথমিক কথা সেরে রেখেছে ইউনাইটেড।
২২ বছরের এই তরুণ ডিফেন্ডারের চুক্তি আগামী ১৮ মাসে শেষ হতে চলেছে, এবং তিনি বড়সড় নতুন চুক্তি পেতে চাইছেন। তবে বার্সিলোনার যা আর্থিক পরিস্থিতি, তাতে অনেক খেলোয়াড়কেই নিজেদের বেতন কমাতে হচ্ছে।
আর এই সুযোগের সদ্ব্যবহার নিয়ে আরাউজোকে বড়সড় চুক্তির অফার দিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ইউনাইটেডের মতই এফসি বার্সিলোনার ডিফেন্স অত্যন্ত খারাপ। ফলে আদৌ কাতালান জায়ান্টরা আরাউজোকে ছাড়বে কিনা, সে নিয়ে জোর জল্পনা রয়েছে।