ইয়ান ওবলাককে পেতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ডেভিড দে গিয়া দেওয়ার উদ্যোগ ইউনাইটেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপারের ভূমিকা নিয়ে বেশ দ্বিধায় ছিল ম্যানেজমেন্ট। তরুণ গোলকিপার ডিন হেন্ডারসন নাকি অভিজ্ঞ ডেভিড দে গিয়া - মরশুমের মধ্যে এই দুই গোলকিপারকে নিয়ে নাড়াচাড়া করেছেন কোচ ওলে সোল্কজায়ের।
এবার অ্যাটলেটিকো মাদ্রিদের সুপারস্টার গোলকিপার ইয়ান ওবলাককে পেতে উদ্যোগী হয়েছে ইউনাইটেড। ব্রিটিশ পত্রিকা দ্য সান এর রিপোর্ট অনুযায়ী, ইয়ান ওবলাককে পেতে আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড, তবে এই স্লোভেনিয়ান গোলকিপারকে পেতে প্রায় ৭০ মিলিয়ন ইউরো খরচ হবে। আর এই খরচ থেকে বাঁচাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পরিবর্তে ডেভিড দে গিয়াকে দিতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড।
৩০ বছর বয়সী স্প্যানিশ গোলকিপারকে সরাতে উদ্যোগী হয়েছে ইউনাইটেড। তেমন ভালো ফর্মে ছিলেন না দে গিয়া, আর ইউরোপা লিগ ফাইনালে তার পেনাল্টি মিসে সেই জল্পনা আরও বেড়েছে। এছাড়া প্রতি সপ্তাহে ৩.৭৫ লক্ষ ইউরোর বিপুল বেতনের বোঝাও নামাতে চাইছে ইউনাইটেড। ফলে ওবলাকের মত সুপারস্টারের বদলে দে গিয়াকে দিয়ে বড় ডিল করতে চাইছে ইউনাইটেড।
কেরিয়ারের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদে দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন দে গিয়া। আর তারপর সেখানে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন এই তারকা শট স্টপার। কিন্তু ইদানিং সময়ে সেভাবে পুরোনো ছন্দ দেখাতে পারেননি স্প্যানিশ এই গোলকিপার, এর জেরে ২৪ বছরের ডিন হেন্ডারসনকে সুযোগ দেন ওলে সোল্কজায়ের।
এবারের লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা নিয়েছেন ২৭ বছরের এই গোলকিপার। লিগে ১৮টি ক্লিনশিট দিয়েছেন ওবলাক, এবং ৩৮ ম্যাচে মাত্র ২৫টি গোল খেয়েছেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলকিপার হিসেবে বিবেচিত ওবলাক।