জ্যাডন স্যাঞ্চোর ব্যক্তিগত শর্তে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড, পাঁচ বছরের চুক্তির অফার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর ১২০ মিলিয়ন ইউরোতে জ্যাডন স্যাঞ্চোকে ছাড়ার জেদ ধরেছিল বরুসিয়া ডর্টমুন্ড, যা দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এক বছরের অপেক্ষার পর সেই দাম কমে এসেছে ৮৫ মিলিয়ন ইউরোতে, আর এই নিয়ে এবার এগোলো রেড ডেভিলস। এবার এই ইংরেজ সুপারস্টার উইঙ্গারকে আনতে অফার দিল ইউনাইটেড।
জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, জ্যাডন স্যাঞ্চোর সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে ইউনাইটেড। জানা গিয়েছে, পাঁচ বছরের চুক্তির অফার দিতে চাইছে ইউনাইটেড, আর বরুসিয়া ডর্টমুন্ডের থেকে বেশি বেতন দেওয়া হবে, যা গতবারেও প্রস্তাব দেওয়া হয়েছিল।
এদিকে দ্য মিরর এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই স্যাঞ্চো ও তার এজেন্টদের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড যাবতীয় ব্যক্তিগত শর্ত মেনে নিয়েছে। এখন অপেক্ষা বরুসিয়া ডর্টমুন্ডের ছাড়পত্র পাওয়ার। বরুসিয়া ৮৫-৯০ মিলিয়ন ইউরো পেতে চাইছে, যেখানে ইউনাইটেড ৮০-৮৫ মিলিয়ন ইউরো দিতে আগ্রহী। ফলে দর কষাকষি শেষ হলেই চুক্তিতে সইপর্ব হয়ে যাবে।
মূলত সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ডকে রাখতে জ্যাডন স্যাঞ্চোর দাম কিছুটা কমিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, এমনটাই খবর সামনে এসেছে। বেশ কিছু ক্লাব হালান্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে, আর নরওয়ের এই ফরোয়ার্ডকে ছাড়তে চাইছে না ক্লাব। ফলে ইংরেজ এই উইঙ্গারকে ছাড়তে চলেছে ডর্টমুন্ড।