সিটি-চেলসিকে টপকে হ্যারি কেনকে পেতে বিশাল বেতনের প্রস্তাব রাখল ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরার ও অ্যাসিস্ট প্রদানকারী খেলোয়াড় হয়েছেন টটেনহ্যাম হটস্পারের সুপারস্টার ফরোয়ার্ড হ্যারি কেন। কিন্তু ২৮ বছর বয়সী এই ইংরেজ স্ট্রাইকার আর টটেনহ্যামে থাকতে চাইছেন না, অব্যাহতি চেয়েছেন ক্লাব থেকে। আর এর জেরে একাধিক ক্লাব উঠেপড়ে লেগেছে তাকে নেওয়ার জন্য।
ইতিমধ্যেই কেনকে পেতে দৌড়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি, এদিকে চেলসিও ভালোই আগ্রহ দেখিয়েছে। তবে এবার তারকা এই ফরোয়ার্ডকে পেতে বড়সড় অফার দিতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। রিপোর্ট অনুযায়ী, হ্যারি কেনের জন্য বিশাল বেতনের অফার তৈরি করেছে ইউনাইটেড।
জানা গিয়েছে, প্রতি সপ্তাহে কেনের জন্য চার লক্ষ ইউরোর বিপুল বেতন দিতে প্রস্তুত ইউনাইটেড। এছাড়া সাইনিং অন ফি হিসেবে ১৮ মিলিয়ন ইউরো আলাদা করে দিতে চাইছে ইউনাইটেড, যা টটেনহ্যামে চুক্তি থাকাকালীন ক্লাবকে ক্ষতি পেতে হয়েছে।
যদিও, টটেনহ্যাম সহজে নিজেদের সুপারস্টারকে ছাড়তে চাইছে না। দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, ১২০ মিলিয়ন ইউরোর মাধ্যমেই কেনকে ছাড়বে টটেনহ্যাম। আর সেই দামে ইউনাইটেড যদি কেনকে তুলে নেয়, তবে তা রেড ডেভিলসের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল ট্রান্সফার হবে।
এখনও অবধি পাঁচ বছর আগে জুভেন্টাস থেকে পল পোগবাকে ৮৯ মিলিয়ন ইউরোর ট্রান্সফার এই রেকর্ড ধরে রেখেছে। ফলে ইউনাইটেডকে বড়সড় সিদ্ধান্ত নিতে হবে কেনকে পেতে গেলে।