চলতি সপ্তাহেই জ্যাডন স্যাঞ্চো ডিল পাকা করে নিতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইউরোতে এখনও অবধি একটি ম্যাচও খেলতে পারেননি তারকা উইঙ্গার জ্যাডন স্যাঞ্চো, কিন্তু দলবদলের বাজারে তাকে নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল চলছে। গত বছরে অধরা স্যাঞ্চোকে পেতে এবার ঝাঁপিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর যা সম্ভাবনা তাতে স্যাঞ্চোকে পেতে অনেকটাই কাছে চলে গিয়েছে তারা।
দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, ইংরেজ এই তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিলে খুশি বরুসিয়া ডর্টমুন্ড। আর এর জেরে চলতি সপ্তাহে এই চুক্তি পাকা করে নিতে চাইছে রেড ডেভিলসরা। জানা গিয়েছে, ৭৭ মিলিয়ন পাউন্ডে স্যাঞ্চোকে আনতে চলেছে ইউনাইটেড। এছাড়া প্রতি সপ্তাহে আড়াই লক্ষ পাউন্ড এবং বোনাসের মোটা বেতন দেবে ইউনাইটেড।
ইতিমধ্যেই স্যাঞ্চোর পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের অনুর্ধ্ব ২১ ফুটবলার নোনি মাদুয়েকেকে নিতে চলেছে বরুসিয়া ডর্টমুন্ড। এই তরুণ উইঙ্গার বর্তমানে খেলেছেন ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনে।