রিপোর্ট : হ্যারি কেনের জন্য বিশাল অর্থের অফার রাখতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমে একটি বিশ্বমানের স্ট্রাইকার নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানিকে রাখতে মরিয়া প্রয়াস নিচ্ছে ক্লাব, কিন্তু মরশুম শেষে ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন কাভানি। এই অবস্থায় কাভানির পরিবর্তে একটি বড়মাপের স্ট্রাইকার পেতে আগ্রহ দেখাচ্ছে ইউনাইটেড।
এই পরিস্থিতিতে এবার তাদের নজর ইংল্যান্ডের সুপারস্টার স্ট্রাইকার হ্যারি কেনের দিকে। একাধিক ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ৯০ মিলিয়ন ইউরোর বিড রাখতে প্রস্তুত নিচ্ছে রেড ডেভিলস। মরশুম শেষে নয়া চ্যালেঞ্জ নিতে চাইছেন হ্যারি কেন, আর তাই টটেনহ্যাম হটস্পার ছাড়তে চাইছেন তিনি।
তবে কেনের ইউনাইটেডে আসতে বড় বাধা হতে পারেন টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ইংল্যান্ডের কোনও ক্লাবে ২৭ বছরের এই ইংরেজ স্ট্রাইকারকে ছাড়বে না ক্লাব। ফলে কেনকে যদি নিতেই হবে, তাহলে ইউনাইটেডকে ভারী লড়াই করতে হবে। এছাড়া যেভাবে ক্লাবের মালিকানার প্রতি ক্ষোভ প্রকাশ করছে ইউনাইটেড সমর্থকরা, তাতে হেভিওয়েট সাইনিং না করালে কপালে অশেষ দুঃখ আছে গ্লেজার্সের জন্য।
ইউরোপীয় তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত কেন। এই মরশুমে ৩১টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে ট্রফি ভাগ্য নেই স্পার্সের, আর তাই খেতাব জিততেই বড় কোনও ক্লাবে যেতে চাইছেন কেন।