রিপোর্ট : জুভেন্টাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ের অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এডিনসন কাভানিকে আরও এক বছরের জন্য রেখে দিতে সক্ষম হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এর মাঝে দলবদলের বাজারে বড় ছাপ রাখতে চাইছে রেড ডেভিলসরা। আর তার মধ্যে অন্যতম হল, নিজেদের প্রাক্তনী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আবারও ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসার।
বিশিষ্ট ক্রীড়া ম্যাগাজিন দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী পর্তুগিজ মহাতারকাকে দলে আনতে এবং সেই উদ্দেশ্যে জুভেন্টাসে রোনাল্ডোর পরিস্থিতি নজরে রাখছে ইউনাইটেড।
এর আগে এরলিং হালান্ড ও হ্যারি কেনের উপর ঝাঁপালেও সেই পদক্ষেপে থেমেছে ইউনাইটেড। বরং এবার পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনাল্ডোকে আনতে উদ্যোগী হয়েছে তারা। ৩৬ বছর বয়স হলেও তিনি জুভেন্টাসের হয়ে সেরা পারফর্মার হিসেবে বিবেচিত হয়েছেন। ফলে বহু প্রতীক্ষার সেই ফিরে আসাটিকে নিশ্চিত করতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড।