হাইজ্যাক! ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে শেষ রাতের মার ম্যানচেস্টার ইউনাইটেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন শত্রুর মুখ থেকে শিকার ছিনিয়ে আনার বিষয়। ফার্গি টাইমকে ধরে এবার দলবদলের বাজারেও অন্তিম মুহুর্তে জয় হাসিল করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সময়ের ঘরের ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার সিটির গ্রাস থেকে ছিনিয়ে আনার পথে ইউনাইটেড।
জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করে।জানিয়েছেন, রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেস শুধু ম্যানচেস্টার সিটি নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেও কথা বলেছে। এবং ইউনাইটেড রোনাল্ডোকে নিতে আগ্রহী। রোনাল্ডোর বেতন নিয়ে মেন্ডেসের সাথে আলোচনাও করেছে ইউনাইটেড কর্তারা।
এই নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোল্কজায়ের বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? আমাদের মধ্যে ভালো কথাবার্তা হয়েছে। ব্রুনো (ব্রুনো ফার্নান্ডেস) ওনার সাথে কথা বলেছে এবং উনি জানেন আমরা কি চাইছি, যদি উনি জুভেন্টাস ছেড়ে আসেন, আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আছি।"
বলা বাহুল্য, শুক্রবার জুভেন্টাসে অনুশীলনের পর সহ খেলোয়াড়দের কাছে বিদায় জানান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং তারপর নিজের ব্যক্তিগত বিমানে করে তুরিন ছাড়েন ক্রিশ্চিয়ানো।