বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারকে পেতে মরিয়া সিটি ও ইউনাইটেড, দ্বিগুণ বেতনের অফার

সব্যসাচী ঘোষ : আন্তর্জাতিক ফুটবলে দলবদলের খবর যেন চলতেই থাকে। আর এই দলবদলের খবরের একটি হল বায়ার্ন মিউনিখের তরুণ তারকা ফুটবলার কিংসলে কোম্যানের দল বদল। ফরাসি এই মিডফিল্ডার ইউরোপের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে বিবেচিত হন এবং এই মুহুর্তে বায়ার্ন মিউনিখের অত্যন্ত মূল্যবান খেলোয়াড় হিসেবে রয়েছেন তিনি।
প্রত্যাশা অনুযায়ী গত কয়েক বছরে গেমটাইম পাননি এই তরুণ ফুটবলার, যদিও এই মরশুমে হান্সি ফ্লিক তাঁকে খেলাচ্ছেন এবং ভালো পারফর্ম করছেন। বুন্দেশলিগায় ১৯ ম্যাচে তিন গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন কোম্যান। এই অবস্থায় বায়ার্ন মিউনিখ তার সাথে চুক্তিবৃদ্ধি করতে চাইলেও সই করতে দ্বিধাবোধ করছেন কোম্যান।
এই অবস্থায় এবার সামনে এসেছে ইংল্যান্ডের দুই হেভিওয়েট ক্লাব তথা চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। বেশ কিছু জার্মান সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, কোম্যান বর্তমানে বায়ার্নে যা পাচ্ছেন, তার থেকে দ্বিগুণ বেতন অফার করেছে ম্যানচেস্টারের এই দুই হেভিওয়েট।
ইতিমধ্যেই ২৪ বছরের এই ফুটবলার আগামী ২০২২-২৩ মরশুম অবধি বায়ার্নের সাথে চুক্তিবদ্ধ। ফলে এখন সই করতে হলে ট্রান্সফার ফি দিতে হবে এই দুই ক্লাবকে। এদিকে বায়ার্ন মিউনিখ ২০২৬ সাল অবধি চুক্তিবৃদ্ধি করতে চাইছে কোম্যানের সাথে, কিন্তু সই করতে রাজি নন তিনি।