ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে মরিয়া ম্যানচেস্টার সিটি, এই দুই সুপারস্টার ফরোয়ার্ডকে টার্গেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে তরুণ ফুটবলার ফেরান টোরেসকে ৫৫ মিলিয়ন ইউরোতে সই করল এফসি বার্সিলোনা। ফলে প্রশ্ন উঠছে, টোরেসের জায়গায় কাকে সই করবে ম্যানচেস্টার সিটি?
জানা গিয়েছে, আপাতত ফেরান টোরেসের পরিবর্ত হিসেবে জানুয়ারিতে কাউকে সই করাতে চাইছে না সিটি। একাধিক রিপোর্ট অনুযায়ী, সিটির অ্যাকাডেমির ছাত্র ১৯ বছর বয়সী কোল পালমারকে টোরেসের জায়গায় ব্যবহার করতে পারে।
এদিকে পরের মরশুমে নিজেদের আক্রমণভাগে বড়সড় অন্তর্ভুক্তি চাইছে ম্যান সিটি ম্যানেজমেন্ট। আর এক্ষেত্রে ফেরান টোরেসের অর্থটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেন ও বরুসিয়া ডর্টমুন্ডের এরলিং হালান্ডকে টার্গেট করেছে সিটি।
গত মরশুমেও হ্যারি কেনকে পাওয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু টটেনহ্যাম হটস্পার ছাড়তে রাজি হয়নি। কিন্তু এবার কেনকে পেতে মরিয়া সিটি। এছাড়া হালান্ডকে পেতেও মরিয়া পেপ গুয়ারদিওলার দল।