তারকা সাইডব্যাক জোয়াও ক্যানসেলোকে লোনে আনতে চলেছে বায়ার্ন মিউনিখ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজেদের শক্তি আরও বাড়াতে চলেছে জার্মান হেভিওয়েট বায়ার্ন মিউনিখ। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডে-তে ম্যানচেস্টার সিটির তারকা সাইডব্যাক জোয়াও ক্যানসেলোকে লোনে আনতে চলেছে বায়ার্ন।
একাধিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মরশুমের শেষ অবধি লোনে বায়ার্নে সই করতে চলেছেন ক্যানসেলো। এবং ক্যানসেলোকে পুরোপুরি কিনতে গেলে ৭০ মিলিয়ন ইউরো দিতে হবে বায়ার্নকে।
২০১৯ সালে, জুভেন্টাস থেকে ছয় বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে সই করেছিলেন ক্যানসেলো, যার ফলে সর্বকালের সব থেকে দামি রাইট ব্যাকের তকমা পান তিনি।
গত দুই মরশুমে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোয় বড় ভূমিকা রেখেছেন ক্যানসেলো। আর এর জেরে পরপর দুই মরশুম পিএফএ বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন।