আইএফএতে এলেন মদন মিত্র! দল ওঠা-নামার সিদ্ধান্ত এখন গভর্নিং বডির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার আইএফএ ফার্স্ট ডিভিশনের দল গুলিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছিল। আড়াই ঘণ্টা ধরে মিটিং চললেও কোনও ফল বেরোল না। এ বার সিদ্ধান্ত নেবে আইএফএ-র গভর্নিং বডি। কিছুদিন আগেই বাংলা ফুটবল সংস্থা সিদ্ধান্ত নেয়, প্রিমিয়ার এ ও বি ডিভিশন মিলিয়ে দেওয়া হবে। একটি লিগ করার ভাবনা আইএফএ-র। তবে রাতারাতি ১০টি ক্লাবকে প্রোমোশন দেওয়ায় ক্ষুব্ধ প্রথম ডিভিশনের ক্লাবগুলি। ‘প্রভাবশালী’ একটি ক্লাবকে বিশেষ সুবিধা পাইয়ে দিতেই আইএফএ এমন সিদ্ধান্ত নিয়েছে, সুর চড়ায় প্রথম ডিভিশনের বেশ কিছু ক্লাব।
প্রথম ডিভিশন ক্লাবগুলির মূল দাবির অন্যতম ছিল, প্রোমোশন ও রেলিগেশনের সংখ্যাও। আইএফএ সিদ্ধান্ত নিয়েছিল প্রথম ডিভিশন থেকে ২টি দলের প্রোমোশন এবং ৪টি দলের অবনমন হবে। আইএফএর সিদ্ধান্ত মানতে নারাজ প্রথম ডিভিশনের ক্লাবগুলি। যা নিয়ে প্রবল বাক বিতণ্ডা চলল এ দিনও। প্রোমোশন-রেলিগেশন নিয়ে সুর চড়ল বেশ কয়েক বার। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন বিধায়ক মদন মিত্র। আইএফএ প্রোমোশন ও রেলিগেশন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা ক্লাবগুলির। তাদের দাবি, প্রথম ডিভিশন থেকে ৪টি দলের প্রোমোশন হোক এবং ২ টো দলের রেলিগেশন।
আরও পড়ুন: বাঙ্কারহিল চলে গেলেও মহামেডানের দরজায় হাজির আরেক স্পন্সর
আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা চাইছি পিরামিড আকারের লিগ করতে। যেখানে শীর্ষ সারিতে কম দল থাকবে। কিন্তু প্রথম ডিভিশন ক্লাবগুলি যে দাবি তুলছে, তাতে লিগ এই ফরম্যাটে করা কঠিন।"
এ দিনের বৈঠক ভেস্তে যাওয়ায় সিদ্ধান্ত এখন গভর্নিং বডির ওপর। বৈঠক প্রসঙ্গে মদন মিত্র নাম না করে বেশ কয়েকটি বড় ক্লাবকে সুবিধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন।