মোহনবাগানের আক্রমণ আটকাতে শক্তিশালী রক্ষণই ভরসা কিশোর কুমারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ১৬ আগস্ট এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে নেপালের মাছিন্দ্রা এফসি। সোমবার সাংবাদিক সম্মেলনে মাছিন্দ্রা এফসির কোচ কিশোর কুমার জানালেন তাঁদের দলের প্রস্তুতি এবং লক্ষ্যের কথা।
কোচ কিশোর কুমার জানিয়েছেন, "গতকাল এসেছি। পরিবেশ বেশ ভাল। আমরা এখানে এসেছি জেতার জন্য।"
আরও পড়ুন- ইস্টবেঙ্গল: ডার্বির পরেও জয়ের ধারা কলকাতা লিগেও
কোচ জানিয়েছেন, ৪ জন বিদেশি এবং ১০ জন জাতীয় দলের ফুটবলার রয়েছে মাছিন্দ্রা দলে। শেষ এক মাসে ২-৩ টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে মাছিন্দ্রা এফসি।
প্রতিপক্ষ নিয়ে কোচ বলেছেন, "মোহনবাগান আক্রমণাত্মক দল। ১-৩/ ২-৪ ছকে খেলে। আমাদের রক্ষণ শক্তিশালী করতে হবে।"