আরও এক বছর রিয়াল মাদ্রিদে থেকে গেলেন ক্রোয়েশিয়ান ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের মরশুমটি একেবারে ভালো যায়নি রিয়াল মাদ্রিদের জন্য। প্রায় এক দশকের পর ট্রফিহীন হয়েই মরশুম কাটাল রিয়াল। তবে এবারের মরশুমে বেশ ভালোই পারফর্ম করেছেন ক্রোয়েশিয়ান সুপারস্টার লুকা মদ্রিচ।
এবার রিয়ালের মাঝমাঠের প্রাণকে দলে রাখতে উদ্যোগী হল ক্লাব। আরও এক বছরের জন্য মদ্রিচকে রেখে দিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ একটি বিবৃতির মাধ্যমে জানায়, আগামী ৩০ জুন ২০২২ সাল অবধি রিয়াল মাদ্রিদে থাকছেন লুকা মদ্রিচ।
এবারের লা লিগায় ৩৫টি ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন মদ্রিচ। ৩৫ বছর বয়সেও চুড়ান্ত স্ট্যামিনা দেখিয়ে চলেছেন এই মিডফিল্ডার। আসন্ন ইউরোয় ক্রোয়েশিয়াকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেবেন মদ্রিচ।