রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য সুখবর! আরও একবছর থাকছেন এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে রিয়াল মাদ্রিদ সমর্থকদের সকল দুশ্চিন্তা দূর করল ব্যলন ডিওর জয়ী লুকা মড্রিচ। সোমবার রিয়াল মাদ্রিদের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে ২০২৪ পর্যন্ত রিয়ালের হয়েই খেলবেন লুকা।
গত ১১ মরশুমে লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৮৮ টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ২৩ টি ট্রফি। যার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৩টি লা লিগা।
আরও পড়ুন- আগের মতই কি কলকাতা লিগে টিকিট পাওয়া যাবে? উত্তর দিল আইএফএ
বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। ফেডে ভালভার্দে, কামাভিঙ্গা, চৌমেনি, ড্যানি সেবায়োসের মত তরুণ তারকারা রয়েছেন মাদ্রিদে। এর সাথে এই মরশুমে যোগ দিয়েছেন জুড বেলিংহ্যাম। এক বছরের চুক্তি বৃদ্ধি করেছেন বিশ্বজয়ী টনি ক্রুসও। তবে লুকা মড্রিচের মতন অভিজ্ঞ খেলোয়াড় যে এখনও প্রয়োজনীয় স্প্যানিশ এই দলের জন্য তা প্রমাণিত।
সম্প্রতি সৌদি লিগ থেকে বড় অর্থের প্রস্তাব এসেছিল মদ্রিচের কাছে। এরপরেই জল্পনার সৃষ্টি হয় বিশ্ব ফুটবলে। তবে শেষ পর্যন্ত মাদ্রিদে থাকারই সিদ্ধান্ত নিলেন লুকা।