অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন বিশ্বজয়ী কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে কোচিং-এর দায়িত্ব নিতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি কোচ লুইজ ফিলিপে স্কোলারি। ব্রাজিলের সিরি এ লিগের অ্যাটলেটিকো মিনেইরোর কোচিং দায়িত্ব নিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর সাথে চুক্তি করেছে এই ক্লাব।
আরও পড়ুন- হায়দ্রাবাদ এফসির সুপার সাবকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের
স্কোলারি এমন একজন কোচ, যিনি কোচ থাকাকালীন ব্রাজিল বিশ্বজয়ও করেছে আবার ঘরের মাঠে ৭ গোলও হজম করেছে। শুধু দেশ নয় ক্লাব ফুটবলেও সফল ৭৪ বছর বয়সী এই কোচ।
স্কোলারি গতবছর কোপা লিবারটাডোরশ ফাইনালে তুলেছিল অ্যাটলেটিকো মিনেইরোকে। কিন্তু এরপর অবসর ঘোষণা করেন তিনি। তবে আবারও ফুটবল মাঠে ফিরতে চলেছেন তিনি।