উইনালডামের পরিবর্ত হিসেবে জুভেন্টাসের অ্যারন র্যামসেকে চাইছে লিভারপুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষেই লিভারপুল ছাড়তে চলেছেন লিভারপুলের তারকা ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইনালডাম। এফসি বার্সিলোনায় পুরোনো কোচ রোনাল্ড কোয়েম্যানের কাছে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উইনালডাম। আর এমন অবস্থায় এই বৈচিত্র্যপূর্ণ মিডফিল্ডারের পরিবর্ত খুঁজছে লিভারপুল।
এই অবস্থায়, লিভারপুল টার্গেট করেছে জুভেন্টাসের তারকা ওয়েলশ মিডফিল্ডার অ্যারন র্যামসেকে, যিনি এর আগে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে দীর্ঘসময় খেলেছেন। জনপ্রিয় ইতালীয় মিডিয়া ক্যালসিওমেরকাতো এর রিপোর্ট অনুযায়ী, লিভারপুল মাঝমাঠে উইনালডামের পরিবর্ত হিসেবে অভিজ্ঞ কাউকে চাইছে। আর তাই ৩০ বছরের এই মিডিওকে আনতে আগ্রহী লিভারপুল।
চলতি মরশুমে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে তেমন নিয়মিত পারফর্ম করতে পারেননি র্যামসে। বেশ কিছু ম্যাচ চোটের জন্যও খেলতে পারেননি র্যামসে। ফলে এই ওয়েলশ মিডফিল্ডারকে নিয়ে সেরকম পরিকল্পনা হয়ত নেই কোচ আন্দ্রে পিরলোর। যদিও ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে র্যামসের।