বার্সেলোনার পথে লিভারপুলের এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ক্যাম্প ন্যুর পথে লিভারপুল দলের অন্যতম প্রধান সদস্য। এমনটাই শোনা যাচ্ছে ইউরোপীয়ান ফুটবল মহলে। খবর অনুযায়ী ব্রাজিলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহো লিভারপুল থেকে আগামী মরশুমে বার্সেলোনায় যোগ দিতে চলেছেন।
চলতি মরশুম শেষ হলেই লিভারপুলকে বিদায় জানাবেন ফিরমিনহো। একথা আগেই শোনা গেছিল। তবে তিনি কোন দলে যোগ দেবেন তা নিয়ে সৃষ্টি হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল ফিরমিনহো স্পেনের তিন বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে একটি দলকে বেছে নেবেন।
সম্প্রতি 'ডেইলি মেল' এর তরফে জানানো হয়েছে যে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী রবার্তো ফিরমিনহো আগামী মরশুমে বার্সেলোনার হয়েই খেলতে চলেছেন।
খবর অনুযায়ী, লিভারপুলের তরফে ফিরমিনহোকে থেকে যাওয়ার অনুরোধ করা হলেও ফিরমিনহো নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় যেতে ইচ্ছুক।
লিভারপুলের লাল জার্সি গায়ে আটটি মরশুম খেলেছেন রবার্তো। তবে চলতি প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। প্রসঙ্গত এই মরশুম শুরুর আগে লিভারপুল কোচ যুর্গেন ক্লপ, ডারউইন নুনেজ এবং কোডি গ্যাকপোকে সই করান। এই দুই আক্রমণ ভাগের খেলোয়াড় দলে যোগ দেওয়ার পর ফিরমিনহোর প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন হয়ে যায়। এই মরশুমে মোট ৩৩ টি ম্যাচে খেলেছেন ফিরমিনহো, যার মধ্যে মাত্র ১৭ টি ম্যাচে তিনি প্রথম থেকে খেলার সুযোগ পেয়েছেন। তিনি গোল করেছেন ১১ টি এবং অ্যাসিস্ট করেছেন ৫টি।