বিশ্বকাপে দুরন্ত খেলা আর্জেন্টিনা ও মরক্কোর এই দুই তারকাকে নিতে পারে লিভারপুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপে খেলা দুজন মিডফিল্ডারকে সই করাতে চলেছে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। একজন হলেন মরক্কোর সোফিয়ান আমরাবাত এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এবং বিশ্বকাপের সেরা যুব ফুটবলারের সম্মান পাওয়া এঞ্জো ফার্নান্ডেজ।
সম্প্রতি স্কাই স্পোর্টস থেকে খবর পাওয়া গেছে যে ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের পর এবার এই দুই ফুটবলারকে সই করাতে চাইছে লিভারপুল। জুড বেলিংহ্যামের ব্যাপারে এখন মনে করা হচ্ছে যে তিনি লিভারপুল নয় হয়ত সই করতে পারেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।
সোফিয়ান আমরাবাত বর্তমানে খেলেন ইতালির ক্লাব ফিয়োরেন্টিনায়। মরক্কোর হয়ে বিশ্বকাপে তার খেলা ছিল চোখে পড়ার মত। এঞ্জো ফার্নান্ডেজ ২০২২ এই সই করেছিলেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। বিশ্বকাপের সেরা যুব ফুটবলারের শিরোপা পেয়েছেন এঞ্জো ফার্নান্ডেজ।
এই দুই ফুটবলারকে সই করে লিভারপুল নিশ্চয়ই নিজেদের শক্তি আরও বাড়াতে চাইবে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের জেতার জন্য।