ইউনাইটেডের শিকার ছিনিয়ে নিল লিভারপুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপের অন্যতম আবিষ্কার নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোকে অনেকদিন ধরেই নিজের দলে নিয়ে আসার চেষ্টা করছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হ্যাগ। গত ট্রান্সফার উইন্ডোতেই গ্যাকপোর রেড ডেভিল হয়ে ওঠা একপ্রকার চুড়ান্ত হয়ে গেছিল। কিন্তু আয়াক্স থেকে অ্যান্টনিকে বিপুল অর্থে সই করানোয় গ্যাকপোর ডিলটি পিছিয়ে যায়।
এরপর বিশ্বকাপ শুরু হলে গ্যাকপো তার দেশকে প্রায় একক দায়িত্বে কোয়ার্টার ফাইনালে নিয়ে যায়। বিশ্বকাপে ৩ টি গোলও করেন তিনি।
ফলে বিশ্বকাপ শেষ হতেই গ্যাকপোকে নেওয়ার দৌড়ে ইউনাইটেডের সাথে যোগদান করে বেশ কিছু বড় দল। এরই মাঝে সবাইকে চমকে দিয়ে লন্ডনের ক্লাব লিভারপুল, আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোর জন্য চুক্তি চুড়ান্ত করে ফেললো ২৩ বছর বয়সী এই ডাচ আক্রমণাত্মক ফুটবলারের সাথে।
নেদারল্যান্ডসের ফুটবল ক্লাব পিএসভি থেকে লিভারপুলে যোগ দিতে চলেছেন গ্যাকপো। খবর অনুযায়ী, চুক্তিটি ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময় হয়েছে।
যদিও পিএসভি ক্লাবের সাথে লিভারপুলের চুক্তি বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে পিএসভি ক্লাবের তরফে জানানো হয়েছে যে এটি পিএসভি ক্লাবের 'রেকর্ড ট্রান্সফার' হতে চলেছে।