লিওনেল মেসিকে পেতে দর আরও বাড়িয়ে দিল আল হিলাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে কোথায় যাবেন লিওনেল মেসি? একাধিক ক্লাব মেসিকে নিতে আগ্রহী, যার মধ্যে রয়েছে বার্সিলোনাও। এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল বিপুল প্রস্তাব দিয়েছে মেসিকে।
তবে বাকি ক্লাবগুলির প্রস্তাব দেখে এবার নিজেদের দর বাড়াচ্ছে আল হিলাল। এর আগে লিওনেল মেসিকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল আল হিলাল। এবার ক্যাডেনা সের-এর রিপোর্ট অনুযায়ী, সেই দর বাড়িয়ে বার্ষিক ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে মেসিকে।
তবে এখন এটাই দেখার, অর্থ না প্রাক্তন ক্লাবের ভালোবাসা, কাকে বাছবেন লিওনেল মেসি? এক দিকে আল হিলাল অর্থের ঝুলি ফেলেছে মেসিকে নিতে, অন্যদিকে প্রাক্তন ক্লাব বার্সিলোনা অত বেশি অর্থ না দিলেও ফিরিয়ে আনতে মরিয়া মেসিকে।