আজই পিএসজির চুক্তিতে সই করতে আসছেন সস্ত্রীক লিওনেল মেসি, উৎসবের মেজাজ প্যারিসে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনার অবসান, প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার চার্টার বিমানে স্ত্রী আন্তোনেলার সাথে সেলফি তুলেছেন মেসি, যেখানে স্পষ্ট বোঝা যায়, প্যারিসেই আসছেন মেসি।
এদিকে প্যারিসে এসে মেডিকাল পরীক্ষার পর চুক্তিতে সই করবেন মেসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসির বাবা জর্জে মেসি জানিয়ে দিয়েছেন, পিএসজিতে সই করবেন ফুটবলার। ফ্রি এজেন্ট হিসেবে ২০২৩ সাল অবধি পিএসজির সাথে চুক্তিবদ্ধ হবেন মেসি। ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন প্রতি মরশুমে। এছাড়া অপশন রয়েছে ২০২৪ অবধি চুক্তিবৃদ্ধি করার।
মেডিকাল পরীক্ষার পর চুক্তিপত্রে সই করবেন লিওনেল মেসি। আর তারপর পিএসজির ঘরের মাঠ পার্ক ডে প্রান্সে দর্শকদের সামনে হাজির হবেন মেসি। এদিকে প্যারিস তথা বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী স্থাপত্য আইফেল টাওয়ার আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো থাকবে, আর সেখানে ফরাসি ভাষায় মেসিকে স্বাগত জানানো বার্তা ফুটে উঠবে। ফলে একেবারে উৎসবের মেজাজে রয়েছে প্যারিস।