সমর্থকদের দুঃস্বপ্ন হল বাস্তব, এফসি বার্সিলোনায় থাকছেন না লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আশঙ্কা সত্যি হল! দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল, তাতে শিলমোহর পড়েই গেল। আগামী মরশুম থেকে এফসি বার্সিলোনায় থাকছেন না লিওনেল মেসি।
এই নিয়ে এফসি বার্সিলোনা নিজেদের টুইটারে জানিয়েছে, ক্লাবে আর থাকছেন না লিওনেল মেসি। বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, দুই পক্ষই রাজি থাকলেও লা লিগার আর্থিক পরিকাঠামোগত নিয়মের কারণে চুক্তিবৃদ্ধি সম্ভব হচ্ছে না।
বলা বাহুল্য, নয়া প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সাথে মেসির কথাবার্তা অনেকদুর এগিয়েছিল। পাঁচ বছরের চুক্তিতে সই করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মেসি। কিন্তু লা লিগার আর্থিক নীতির কারণে মেসির বর্তমান বেতন প্রদান করতে পারবে না দেনায় ধুঁকতে থাকা বার্সিলোনা। ফলে বার্সাকে বিদায় জানাতেই হচ্ছে মেসিকে।