রিপোর্ট : দুই বছরের চুক্তিতে এফসি বার্সিলোনায় থেকে যাচ্ছেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুখবর আসতে চলেছে বার্সা সমর্থকদের জন্য, এফসি বার্সিলোনায় থেকে যেতে চলেছেন লিওনেল মেসি। কাতালোনিয়ার একাধিক রিপোর্ট অনুযায়ী, আরও দুই বছরের জন্য অর্থাৎ ২০২৩ সাল অবধি বার্সিলোনার সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছেন লিও। কেবল কিছু চুক্তিগত বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেই চুক্তিতে সই করবেন মেসি।
চলতি মরশুমের শুরুতে বার্সিলোনা ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন লিওনেল মেসি। আর সেই নিয়ে বিশ্ব ফুটবল তোলপাড় হয়ে গিয়েছিল। ৩৩ বছরের এই সুপারস্টারের সাথে খারাপ সম্পর্কের জেরে কার্যত পদচ্যুত হয়েছিলেন তৎকালীন বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে খারাপ পারফর্মেন্স ভাবিয়েছে মেসিকে, যদিও কোপা ডেল রে জিতেছিল বার্সিলোনা।
তবে এবার পরিস্থিতি ক্রমশ ভালোর দিকে যাচ্ছে। পুনর্নিযুক্ত প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা সবর্তোভাবে চেষ্টা চালাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকাকে দলে রাখার জন্য। এদিকে সদ্য আর্জেন্টাইন ফরোয়ার্ড ও মেসির প্রিয় বন্ধু সের্জিও আগুয়েরোও যোগ দিয়েছেন বার্সিলোনায়। ফলে মেসি সম্ভবত থেকে যেতে চলেছেন।
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ এর পর মেসির কাছে অপশন থাকবে বাইরের কোনও দেশে ফুটবল খেলার জন্য। হতে পারে সেটি তার ছোটবেলার ক্লাব আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজে, নইলে মেজর লিগ সকারের কোনও ক্লাবে। আর এক মরশুম কাটিয়ে আবারও ফিরতে পারেন বার্সিলোনায়।