লিওনেল মেসির বার্সিলোনায় ফেরা অনেকটাই নির্ভর করছে এই তারকার উপর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে, মরশুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি নবীকরণ করবেন না লিওনেল মেসি। এই পরিস্থিতিতে মেসির বার্সিলোনায় ফিরে আসার সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে।
তবে মেসির বার্সায় ফিরে আসার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ক্লাবের আর্থিক সমস্যা। লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস সদ্য জানিয়েছিলেন যে বার্সিলোনাকে নতুন সাইনিং করতে গেলে অন্ততপক্ষে ২০০ মিলিয়ন ইউরো জায়গা করতে হবে।
এই পরিস্থিতিতে এই জায়গাটা পূরণ করতে এবার দলের তারকা ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংয়ের সাথে আলোচনায় বসেছে বার্সিলোনা। মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সিলোনা ফ্রেঙ্কিকে অনুরোধ জানাবে যাতে তিনি তার বেতন কমিয়ে দেন, যাতে মেসির জন্য অর্থ জোগাড় করা যেতে পারে।
ফলে ফ্রেঙ্কির উপর অনেকটা নির্ভর করছে, বার্সিলোনায় লিওনেল মেসির ফেরা সম্ভব হবে কিনা। এর আগেও বেতন কমানো নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছিল বার্সিলোনা ও ফ্রেঙ্কি ডি জংয়ের। কিন্তু শেষ অবধি বেতন কমে ফ্রেঙ্কির। এই পরিস্থিতিতে আবারও বেতন কমাবেন কিনা ফ্রেঙ্কি, তার উত্তর সময়ই বলবে।