ঘুরতে গিয়ে বিপাকে মেসি! পিএসজি দিল বড় শাস্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নির্বাসন করল ফ্রান্স ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেন। খবর অনুযায়ী, ক্লাবের নিয়ম লঙ্ঘনের কারণেই এই বড় আস্তির সম্মুখীন সদ্য বিশ্বকাপ জয়ী মেসি। সম্প্রতি দুদিনের জন্য সৌদি আরবে স্বপরিবারে ঘুরতে গেছিলেন মেসি। কিন্তু ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণে যাওয়ায় কড়া পদক্ষেপ নিল প্যারিসের এই ক্লাব। মেসির মতো মহাতারকা কে নির্বাসন করে এক প্রকার বার্তা দিল পিএসজি ম্যানেজমেন্ট। মেসিকে নির্বাসনের মাধ্যমে ক্লাবের বাকি খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়া হল যে ক্লাবের উর্ধ্বে কেউ নয়!
গত ৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্ট দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় পিএসজি। এবং শোনা যাচ্ছে যে এই ম্যাচ জিতলে তবেই ছুটি পেতেন পিএসজির ফুটবলাররা। কিন্তু ম্যাচটি হারার কারণে কোনো ফুটবলারকেই দেওয়া হয়নি ছুটি। কিন্তু ক্লাবের নিয়মের ভ্রূক্ষেপ না করেই বিনা অনুমতিতে আরবে চলে যান মেসি। সেখানে ঘুরতে যাওয়ার ছবিও ছাড়েন তিনি।
পিএসজি ক্লাবের নিয়ম ভঙ্গ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নির্বাসন করা হয়েছে এর পাশাপাশি মেসির দুই সপ্তাহের বেতনও কেটে নেওয়া হবে বলা জানা গেছে। এই দুই সপ্তাহের নির্বাসনের সময় পিএসজি লিগ ওয়ানে ট্রোয়েস এবং আজাসিও বিরুদ্ধে খেলবে। সব ঠিক্টহাক থাকলে অক্সেরের বিরুদ্ধে আবার মাঠে নামবেন মেসি।
তবে এই ঘটনার জেড়ে প্রশ্ন উঠছে আদৌ কি মেসি আবার পিএসজি জার্সিতে আবার মাঠে নামবেন? অন্যদিকে বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যে মরশুম শেষে পিএসজির সাথে মেসির চুক্তির নবিকরণ হবেনা। ফলে মেসির পিএসজি যাত্রা প্রায় অন্তিম পর্যায় এসে পৌছেছে তা বলাই যায়। অন্যদিকে মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাতেও মেসির ফিরে আসার সম্ভাবনাও ক্রমশ বাড়ছে।