জল্পনার অবসান! ৩০ নম্বর জার্সিতে প্যারিস সেইন্ট জার্মেইনেই যোগ দিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২১ বছরের বন্ধন ছিন্ন করে লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় হিসেবে নাম লেখালেন। ফরাসি সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২ বছরের হতে চলেছে, তবে সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। কাতার মালিকানাধীন ফ্রান্সের ক্লাবটিতে বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে তার আয় হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মেসির। এরপর গত রবিবার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে কৈশোরের ক্লাবকে বিদায় বলে দেন বার্সা কিংবদন্তি। এরপর থেকেই তার পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজির নাম উঠে আসে।
মেসির বাবা জর্জি মেসিও প্যারিসের দলে যোগ দেওয়ার ব্যাপারে আগেই শিলমোহর দিয়েছিলেন কারণ মেসির এজেন্টও তিনিই। বার্সেলোনা ছাড়ার পর পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল।
পিএসজি টুইটে জানায়, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ তবে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি। ৩০ নম্বর জার্সি পড়েই মেসিকে স্বাগত জানাল পিএসজি।
অন্যদিকে চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আগেই প্যারিসে পৌঁছে গেছিলেন মেসি। এয়ারপোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো পিএসজি সমর্থক। আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেও হাত নাড়িয়ে তাদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তার পরনে ছিল ‘Paris’ লেখা টি-শার্ট। তাকে স্বাগত জানাতে পিএসজির স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেসের সামনে ও হাজির হাজারো সমর্থক।
প্যারিসে পৌছানোর সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জাসহ তিন সন্তান, তার বাবা ও এজেন্ট জর্জে মেসি এবং আইনজীবীরা।
পিএসজিতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু নেইমারের সঙ্গে আবারও জুটি বাধলেন মেসি। একই সঙ্গে সতীর্থ হিসেবে তিনি পাবেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। সে সঙ্গে বর্তমান সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপে এবং একসময় তার বিপক্ষে খেলা সার্জিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তিনি।
সুখবর গোপন করতে পারেননি নেইমার জুনিয়রও। আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির সঙ্গে বার্সায় খেলার সময়কার একটি ছবি পোস্ট করে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেন, ‘আবার একসঙ্গে’। তার মানে প্রিয় বন্ধু ও পুরনো ক্লাব বার্সা এর সতীর্থের সঙ্গে ফের একই দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার। এর আগে দুজনে মিলে বার্সেলোনায় অসংখ্য শিরোপা জিতেছেন। তখন লুইস সুয়ারেসসহ তিনজনে মিলে গড়ে তুলেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ‘এমএসএন’। বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা (২০১৫ সালে) এসেছিল তাদের হাত ধরেই। এবার পিএসজিতে তারা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গড়ে তুলবেন ‘এমএনএম’ ত্রয়ী।
মেসি এমন একটি ক্লাবে যোগ দিলেন, যাতে আগামী মরশুমে বার্সেলোনার মুখোমুখি হতে না হয়। শুধুমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো কারণে মুখোমুখি না হলে পিএসজি এবং বার্সা মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেসিও চান না বার্সার বিপক্ষে খেলতে।
মেসিকে দলে নিয়ে প্রধান দুটি স্বপ্ন পূরণ করতে চায় পিএসজি। যার একটি চ্যাম্পিয়নস লিগ জয়। আর দ্বিতীয়টি হলো এই সময়ের অন্যতম সেরা তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নতুন চুক্তিতে রাজি করানো।
আগামী বছরের জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। মেসিকে এনে ফরাসি তারকাকে লম্বা সময়ের জন্য চুক্তিতে রাজি করাতে চায় পিএসজি।