বার্সেলোনা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে চলেছেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঘরে ফেরার গান হয়ত হল না। খুব বড় অঘটন না ঘটলে, এফসি বার্সেলোনায় ফিরছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এমনকি, সৌদি আরবের আল হিলালের বিপুল প্রস্তাবেও না বললেন মেসি।
আরও পড়ুন - পিএসজি ছেড়ে কোথায় খেলবেন? এই দিনেই সিদ্ধান্ত নেবেন মেসি
জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে সই করতে চলেছেন মেসি। আগামী কয়েক ঘন্টার মধ্যে সরকারি ঘোষণা হয়ে যেতে পারে।
কিন্তু মেসির মত সুপারস্টারকে মেজর লিগ সকারে আনার জন্য কেমন প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি? একাধিক রিপোর্ট অনুযায়ী, বিখ্যাত টেক সংস্থা অ্যাপল ও বিখ্যাত স্পোর্টসগিয়ার সংস্থা অ্যাডিডাস যে লাভের অর্থ অর্জন করবে, তার একটি অংশ পাবেন লিওনেল মেসি।
কিন্তু কেন বার্সেলোনায় সই করতে পারলেন না মেসি? যা খবর, সের্জিও বুসকেতস, জর্ডি আলবা ও জেরার্ড পিকের মত তারকা ফুটবলাররা বেরিয়ে গেলেও মেসিকে আনার মত অর্থ ছিল না বার্সেলোনার কাছে। এদিকে আল হিলালকে ২০২৪ সাল অবধি অপেক্ষা করতে হবে মেসিকে নেওয়ার জন্য।