লিওনেল মেসিকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে মায়ামি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৬ জুলাই ইন্টার মায়ামির নতুন খেলোয়াড় হিসেবে উন্মোচিত হবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর তার জন্য মঙ্গলবার মায়ামিতে সপরিবারে চলে এসেছেন মেসি।
তবে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে কেন সই করলেন? মঙ্গলবার আর্জেন্টাইন এক টিভি শো লিওনেল মেসির একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে মেসি নিজের এই নতুন সফর নিয়ে কথা বলেন।
মেসি বলেছেন, "আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জ ও নতুন পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত ও মুখিয়ে রয়েছি।"
"আমার মানসিকতা আর আমার মন পাল্টাবে না এবং আমি সর্বতোভাবে চেষ্টা করব নিজের ও নিজের ক্লাবের জন্য সেরাটা দেওয়ার।"
মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে ইন্টার মায়ামির স্টেডিয়াম ফোর্ট লডেরডেল। যা সম্ভাবনা, তাতে মেসির উন্মোচনের অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন শাকিরা, ব্যাড বানির মত সুপারস্টার গায়করা।
আরও পড়ুন - ইউরোপের প্রথম ডিভিশনে খেলা এই ডাচ মিডফিল্ডারকে আনল মুম্বাই সিটি এফসি
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২১ জুলাই লিগস কাপ ম্যাচে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিরুদ্ধে অভিষেক করতে পারেন লিও।
বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের একেবারে নীচে রয়েছে ইন্টার মায়ামি। ২১টি ম্যাচে মাত্র পাঁচটিতে জয় এসেছে, আর ২৯ দলের মধ্যে ২৮তম স্থানে রয়েছে মায়ামি। তবে ইউএস ওপেন কাপের সেমি ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।