প্যারিসেই যাচ্ছেন লিওনেল মেসি! দুই বছরের চুক্তিতে পিএসজিতে সই করার পথে আর্জেন্টাইন বরপুত্র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক যুগেরও বেশি সময় ধরে এফসি বার্সিলোনার সব থেকে বড় অঙ্গ হয়ে ওঠা লিওনেল মেসির সামনে এবার নয়া চ্যালেঞ্জ। লা লিগার আর্থিক নিয়মবিধির জেরে মেসির সাথে চুক্তিবৃদ্ধি করতে পারেনি বার্সিলোনা। ফলে কার্যত বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয়েছে আর্জেন্টাইন বরপুত্রকে।
এবার যা সম্ভাবনা, তাতে পিএসজিতে যাচ্ছেন লিওনেল মেসি। জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র পিএসজিই আগ্রহ দেখিয়েছে মেসিকে সই করানোর জন্য। দুই বছরের প্রাথমিক চুক্তিতে মেসিকে অফার দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন, এবং সেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে।
জানা গিয়েছে, প্রতি বছর ৪০ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। যা খবর, আগামী মঙ্গলবার প্যারিসের ঐতিহ্যশালী আইফেল টাওয়ারের সামনে মেসির পিএসজি আগমণের খবর ঘোষণা করবেন স্বয়ং কাতারের খলিফা বিন হামাদ। ইতিমধ্যেই মেসি ও তার বাবার সাথে কথা বলছে ক্লাবকর্তারা। স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও দলের অন্যতম তারকা নেইমার অত্যন্ত আগ্রহী মেসিকে আনার জন্য।