ছেলেবেলার ক্লাবে ফিরে যেতে পারেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে নিজের চুক্তি বাড়াবেন লিওনেল মেসি, এই নিয়ে জল্পনা চলছেই। এরই মাঝে চাঞ্চল্যকর দাবি করে বসলেন মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও আগুয়েরো, যিনি জানিয়েছেন যে মেসি হয়ত তার পুরোনো ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে ফিরতে পারেন।
৩৪ বছর বয়সী এই প্রাক্তন ফরোয়ার্ড ইউওএল-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "উনি নিউওয়েলসের হয়ে খেলার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন।"
এদিকে আর এক প্রাক্তন আর্জেন্টিনা খেলোয়াড় ম্যাক্সি রডরিগেজ আগুয়েরোকে চুপ করিয়ে দিয়ে বলেন, "আগুয়েরো সত্যিই আগুয়েরো। উনি চুপ থাকতে পারেন না। আমরা দেখছি।"
এরপর ম্যাক্সি মেসির রোজারিওর ক্লাবে ফিরে আসার জল্পনা নিয়ে বলেছেন, "এই নিয়ে কথা বলাটা খুব কঠিন। কারণ এই নিয়ে প্রচুর জল্পনা ছড়িয়েছে। অপেক্ষা করে দেখতে হবে কি ঘটতে চলেছে। আমরা এই বিষয়ে বেশি দূর এগোতে পারব না।"
এদিকে ফরাসি পত্রিকা লেএকুইপের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার পিএসজির সাথে সাক্ষাৎ করেন মেসির বাবা তথা এজেন্ট জর্জে মেসি। এমনও জল্পনা রয়েছে, মেসি হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন।