মরশুম শেষেই পিএসজি ত্যাগ! লিও মেসির পরবর্তী গন্তব্য কোথায়? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেন ক্লাবের সাথে আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসির সম্পর্ক এক প্রকার তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরবে সপরিবারে ঘুরতে চলে যাওয়ার কারণে পিএসজির তরফে মেসিকে দুই সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে।
এই দুইসপ্তাহে মেসি পিএসজির হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না। শুধু তাই নয় ৭ বারের ব্যালন ডিওর বিজয়ী মেসি, দলের সাথে অনুশীলন করতে পারবেন না এবং দুই সপ্তাহের বেতনও পাবেন না।
আর এর পরেই ফুটবল মহলে জল্পনা তুঙ্গে ওঠে যে মরশুম শেষেই পিএসজির সাথে মেসি আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না। তবে ইউরোপীয় ফুটবল মহলের খবর অনুযায়ী, শুধু জল্পনাই নয়, সত্যিই মেসি আর পরের মরশুমে খেলবেন না পিএসজির হয়ে।
অন্যদিকে মেসিকে নিজেদের দলে পেতে আগ্রহী সৌদির আল হিলাল ক্লাব। খবর অনুযায়ী, এক মাস আগেই মেসিকে আল হিলাল বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি অফার করে। প্রসঙ্গত এই চুক্তি মেসি গ্রহণ করলে তিনি হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত ফুটবলার। তবে শুধু আল হিলাল নয়, এমএলেস এর ইন্টার মিয়ামি দল এবং মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও তাঁকে পেতে আগ্রহী। তবে শোনা যাচ্ছে যে, আল হিলালের আকর্ষণীয় অফারকেই সম্মতি জানাতে পারেন মেসি।
মেসির পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত না হলেও পিএসজি বোর্ড মেসির উপর বেজায় চটে তা বেশ পরিষ্কার। বিশেষত চ্যাম্পিয়ন্স লিগে মেসির হতাশাজনক প্রদর্শনে খুশি নয় পিএসজি ম্যানেজমেন্ট।