লেনি রডরিগেজের চুক্তি বাড়াল এফসি গোয়া...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: দুটো ট্রফি জয়ের পুরস্কার পেলেন লেনি রডরিগেজ। তাঁর সঙ্গে আরও দু'বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল এফসি গোয়া। ২০২২ সাল পর্যন্ত চুক্তি করা হল এই মিডফিল্ডারের সঙ্গে। স্বভাবতই আপ্লুত তিনি।
লেনি বলেন, "এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এই ক্লাবে খেলতে আমার ভাল লাগে, সসমর্থকদের সমর্থনের জন্য। তাছাড়া এই ক্লাব থেকে গোয়ার মানুষকে প্রতিনিধিত্ব করা যায়।"
তিনি আরও বলেন, "শেষ দুটো বছর আমার জন্য খুব ভাল গেছে। আমরা অনেক ম্যাচ যেমন জিতেছি তেমনই জিতেছি সুপার কাপ ও লিগ উইনার্স শিল্ড । আমি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য মুখিয়ে আছি। আমি দারুন উত্তেজিত।"
লেনির চুক্তি বাড়ানোর পর এফসি গোয়ার ফুটবল ডিরেক্টার রবি পুস্কর বলেন, "লেনি হচ্ছে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর মধ্যে জয়ী মানসিকতা আছে। ও ধারাবাহিককতার দিক দিয়ে দেশের সেরা মিডফিল্ডার। লেনির অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।"